কালীগঞ্জে লাগামহীন সবজি বাজার, বিপাকে নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

মোঃ সোহাগ আলী।। ঝিনাইদহের কালীগঞ্জে সবজি দোকান গুলোতে উর্দ্ধমূল্যের কারনে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। গত কয়েক দিনে সব ধরনের সবজির দাম বেড়েছে কয়েক গুন । বৃহস্পতিবার শহরের কালীবাড়ির মোড়ের কাচাবাজার এবং কোটচাঁদপুর রোডের নতুন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ১১০ -১২০ টাকা , পিঁয়াজ ১১৫-১২০ টাকা , কাঁচা মরিচ ৩০০-৩৫০ টাকা , রসুন ২০০ টাকা , পটল ৬০-৭০ টাকা , টমেটো ১৬০ টাকা , করলা ১০০ টাকা,  লাউ প্রতি পিস ৫০-৭০ টাকা , কাঁকরোল ১০০ টাকা , কাচা কলা ৩০ টাকা হালি , গোল আলু ৭০-৮০ টাকা , পেঁপে পাইকারি ৩০ টাকা, ভেন্ডি পাইকারি ৬০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে । বাজারে শীতের সবজি প্রবেশ করলেও দাম কমেনি কোন সবজির । এ ছাড়া সব ধরনের মাছের দামও দেখা গেছে উর্দ্ধগতি । যার কারনের নিম্ন ও স্বল্প আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে । কালীবাড়ির মোড়ের কাচাবাজার সবজি কিনতে আসা ক্রেতা শাহনুর ইসলাম জানান , আমি একটা দোকানে মাসিক ৮ হাজার টাকা বেতনের চাকুরি করি । সব খরচ বাদ দিয়ে ৮ হাজার টাকায় যদি সারা মাসের বাজারও করি তবুও এ টাকায় বাজার হবে না । তাহলে সংসার চালাবো কিভাবে বলেন?কালীবাড়ি মোড়ের খুচরা সবজি ব্যবসায়ী ইব্রাহিম শেখ জানান , আমরা যেভাবে কিনছি , সেভাবে বিক্রয় করছি । আমাদের এখানে কিছু করার নেই । শহরের পাইকারী সবজি ব্যবসায়ী শাহিন শেখ জানান , অন্যান্য বছরের তুলনায় এ বছর সবজির দাম বেশি । বৃষ্টির কারনে অনেক ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে । চাষি পর্যায়ে আমরা যেভাবে ক্রয় করছি পাইকারী সেভাবেই বিক্রয় করছি ।