ধোবাউড়ায় বর্নিল আয়োজনে ফুটবল কন্যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ মোশাররফ হোসেন সাগর ।। রোববার (২৫ নভেম্বর)বিকাল ৩টার ঘটিকায় ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া বহুমূখী উচ্ছ বিদ্যালয় মাঠে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির ব্যানারে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাবাসীর পক্ষ থেকে কলসিন্দর গ্রামের কীর্তিমান এই কিশোরী ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।তিনি বলেন বিগত ১৭ বছরে খুনি হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, সাফজয়ী নারী ফুটবল দল আমাদের গর্ব। তারা দুইবার আমাদের দেশের বিজয় এনে দিয়েছে।এ সময় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, আমি গর্বিত এজন্য যে একটি এলাকা থেকে এক সাথে ৬ জন খেলোয়াড় আমরা উপহার হিসেবে পেয়েছি।এই মেয়েরা বাংলাদেশকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিয়েছে। এতে সংবর্ধিত হয়েছেন- ফুটবলকন্যা সানজিদা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দাশামছুন নাহার জুনিয়র, শামছুন নাহার সিনিয়র এবং শিউলী আজিম। তারা সবাই কলসিন্দুর গ্রামের বাসিন্দা এবং কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, বিএনপি নেতা ব্রিগ্রেডিয়ার শামস, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ফুটবলকন্যারা আমাদের গর্ব। তারা আমাদের স্টার। তাদের বরণ করতে পেরে আমারা হালুয়াঘাট ও ধোবাউড়াবাসী গর্ববোধ করছি।এদিকে সংবর্ধনা শেষে নারী ফুটবলারদের সম্মানে কনসার্ট ফর কলসিন্দুর শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: