মতলব ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে লোকবলের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

সেলিম পাটওয়ারী।। মতলব দক্ষিণ উপজেলার ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসাসেবা  থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসী। সরজমিনে দেখা যায়, প্রতি সপ্তাহে মাত্র একদিন মিলছে চিকিৎসাসেবা। আবার অনেক সময় সপ্তাহে একদিনও মিলছেনা সে চিকিৎসাসেবা। যেখানে সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন নিয়মিত গ্রামের সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা দেয়ার কথা। সেখানে নিয়মিত দায়িত্ব পালন না করার কারনেই এমন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের সাধারণ মানুষ। আর ওই তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র হলো- মতলব দক্ষিণ উপজেলার খাঁদের গাও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র , মতলব দক্ষিন (সদর) স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং উপাদী দক্ষিন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। জানা গেছে, এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো নিয়মিত খোলা হয়নি। সপ্তাহে দু, একদিন খুললেও সেখানে কোনো প্রকার ডিপ্লোমা চিকিৎসক থাকেনি। তাই যা হবার তাই হচ্ছে। গ্রামের সাধারণ মানুষজন নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক গ্রামবাসির অভিযোগ রয়েছে যে, শুধু চিকিৎসাসেবা থেকেই বঞ্চিত হয়নি তারা।ঠিকমতো তেমন কোনো ঔষধ ও পাননি এসব স্বাস্থ্যসেবা কেন্দ্র গুলো থেকে। কয়েকদিন পূর্বে মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নে সরজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১১ টায় মতলব দক্ষিন উপাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি বন্ধ রয়েছে। খবর নিয়ে জানা যায়, স্বাস্থ্যসেবা কেন্দ্রটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। প্রতি সপ্তাহে একদিন বা দু,দিন খোলা হয়। তাও সেটি দুপুর ২টার আগেই আবার বন্ধ হয়ে যায়।আর সেখানে লোকবল এবং চিকিৎসক সংকটের কারনেই এমন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই ইউনিয়নের সাধারণ মানুষ এমনটাই জানিয়েছেন চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃপক্ষ। তারা জানান, যেখানে ৫জন ভিজিটর থাকার কথা। সেখানে আমাদের অধিকাংশ পদ গুলো শূন্য। যেমন পরিবার পরিকল্পনা ভিজিটর থাকার কথা ৩ জন। সেখানে আমাদের আছে ১ জন। পরিবার পরিবার পরিকল্পনা পরিদর্শক আছেন ১ জন। পরিবার কল্পনা সহকারী ৬ জনের স্থলে পদে রয়েছেন ৩জন। তার মধ্যে ১জন কয়েক মাসের জন্য মাতৃত্বকালীন ছুটিতে। আয়া ১জন শূন্য পদ, এম এল এস এস ১ জন সেটিও শূন্য পদ। এতগুলো পদ থাকা সত্বেও শুধুমাত্র ৩ জন করে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে চাঁদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী আল মাসুম জানান, লোকবল সংকটের কারনেই কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমনটা হচ্ছে। মতলব দক্ষিনে মোট ৮টি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র রয়েছে। এরমধ্যে ৩ টিতে দায়িত্বে কোন লোক নেই। এজন্য সপ্তাহের প্রতি রোববার একজন ডাক্তার সেখানে গিয়ে চিকিৎসাসেবা প্রদান করেন।আমাদের শূন্য পদগুলোতে লোক নিয়োগ করা হলে হয়তো এই সমস্যাগুলো সমাধান হবে।