নাটোর স্বাস্থ্য বিভাগের পিকনিক, ইতিহাস গড়লেন ডাঃ আরেফীন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
সাধিন আলম হোসেন।। ৩১শে জানুয়ারী২০২৫  শুক্রবার, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো  নাটোর জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত পিকনিক২০২৫।  নাটোর রাণী ভবানী রাজবাড়িতে অনুষ্ঠিত এই পিকনিকের আয়োজন করে ইতিহাস গড়লেন  ডাক্তার ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন। প্রত্যক্ষ দর্শী ও আমন্ত্রিত বৃন্দের মতে,’ নাটোরের ইতিহাসে স্বাস্থ্য বিভাগের এমন পিকনিক এই প্রথম। যেখানে ডাক্তার নার্স থেকে নাটোর জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী সবাই পরিবার সহ আমন্ত্রিত।  এছাড়াও নাটোর জেলার ডিসি, এসপি সহ জেলা পর্যায়ের অনেক কর্মকর্তা অতিথি হিসেবে আমন্ত্রিত। অনুষ্ঠানটিকে ৩টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব সকালের নাস্তার পর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা। মহিলাদের জন্য বালিশ নিক্ষেপ ও বেলুন ফোটানো। পুরুষদের জন্য গুলি করে বেলুন ফোটানো ও রাণী ভবানীর কপালে টিপ পরানো। শিশুদের জন্য লক্ষে  তীর নিক্ষেপ ও ফুটগোল। দ্বিতীয় পর্বে জুম্মার নামাজের পর  দুপুরের খাবার ও অতিথি শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  তৃতীয় পর্বে আলোচনা সভার পর রেফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিকেলের নাস্তা। জনাব সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফীন আমাদের প্রতিবেদককে জানান যে, এই পিকনিক হলো কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে। এখানে কে ডাক্তার,  কে নার্স,  কে ওয়ার্ড বয়, কে পরিচ্ছন্নতাকর্মী তার কোন ভেদাভেদ থাকবেনা, এখানে সবাই সমান। কাজের ক্ষেত্রে সবাই যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল ভয়-ভীতি ও সংকোচবোধের উর্ধ্বে থেকে  স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পরে। পুরো অনুষ্ঠানটি   নিপুণতার সহিত সঞ্চালনা করেন নাটোর আধুনিক সদর হাসপাতালের কন্সাল্টেট ডাঃ কে.এইচ.এম আনিসুজ্জামান পিয়াস ও ডঃ ক্লারা সালমিন সাত্তার।