রংপুরে কফিন মিছিল থেকে আ.লীগ নিষিদ্ধের দাবি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

রংপুরের পীরগাছায় শহীদ কাশেম হত্যার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছা ইউনিয়ন পরিষদ মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পীরগাছা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এ সময় মিছিল থেকে ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে দিব আমরা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ এরকম নানা প্রতিবাদী স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রওশন জামিল, জিহাদ হোসেন, নূর হোসেন নাহিদ, মসিউর রহমান, বাসার মিয়া, সৌরভ ইসলাম, জীবন মিয়া, রিপন মিয়া প্রমুখ। এ সময় বক্তারা শহীদ কাশেমের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ছাত্র প্রতিনিধি রওশন জামিল বলেন, ফ্যাসিস্ট শক্তি প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। গণহত্যাকারী এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাই এই দলকে নিষিদ্ধ করতেই হবে এবং গণহত্যার জন্য বিচার নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য নুর হাসান নাহিদ বলেন, গাজীপুরের শহীদ কাশেমের হত্যাকাণ্ড আওয়ামী সন্ত্রাসীরা ঘটিয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গত শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন কাশেম খান। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।