পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
পঞ্চগড় জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি শুকনো গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লা হিল জামান এর নেতৃত্বে আভিযানিক দল অভিযান চালায়।
১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১২:৪৫ মিনিটে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা:
১। মোঃ আবুল হোসেন (৩৮); পিতা: মোঃ আব্দুল আলী ইসলাম; ঠিকানা: পেড্ডা দিঘীর পূর্ব পাড়, বরুড়া, কুমিল্লা
২। মোঃ ওমর ফারুক (২৬); পিতা: মোঃ শাহাবুদ্দিন; ঠিকানা: চরসীতা, রামগতি, লক্ষ্মীপুর
তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ৮০,০০০ টাকা, উদ্ধার করা হয়েছে। এসআই মোঃ আসাদুজ্জামানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে বোদা থানায় মামলা নং-১৯, তারিখ ১৮/০২/২০২৫, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।