মাদারগঞ্জে বিএনপি নেতার সাথে থানায় এসে গ্রেফতার স্বেচ্ছাসেবকলীগ নেতা, অন্য মামলাসহ আটক-৫। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫ জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতার সাথে থানায় এসে গ্রেফতার হলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রমিজ মাষ্টার। থানা সূত্রে জানা গেছে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন থানায় এসে ছিলেন তার নিজ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নিয়ে। সে উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রমিজল ইসলাম উরফে রমিজ মাষ্টার(৪২)। মির্জা গোলাম মোস্তফা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। থানা সূত্রে জানা গেছে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতা নাশকতা মামলার তদন্ত প্রকাশিত আসামী। পরে তাকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। উপজেলা বিএনপির সদস্য ও জোড়খালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।চাঁদাবাজী মামলায় আটক চর শুভগাছা এলাকার সুমন মোল্লা (২৮) ও আরিফুল খাঁন (২৫) এবং জামথল এলাকার বানু খাঁ (৪৫), মাদারগঞ্জ মডেল থানার মামলা নং-৮, তারিখ- ১৭/০২/২০২৫ ইং ধারা- ৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড ১৮৬০। সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী জুয়েল রানা কে ঘুঘুমারী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রমিজ মাষ্টার বিএনপি নেতার সাথে স্বেচ্ছাসেবকলীগ নেতা থানায় একসাথে যাওয়ার বিষয়টি বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান থানা সকলের জন্য উন্মুক্ত একজনের সাথে আরেকজন যেতেই পারে। তারা কি জন্য গিয়েছিল বিষয়টি আমি না জেনে বলতে পারছি না। এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান রমিজ মাষ্টার মামলার তদন্ত প্রকাশিত আসামী সুতরাং আমাদের সদস্যরা চিনতে পেরে সাথে সাথে আটক করে। মঙ্গলবার ১ জন নাশকতার,৩ জন চাঁদাবাজির এবং ১ জন ওয়ারেন্ট এর আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: