নালিতাবাড়ীতে একের পর এক অভিযান তবুও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ নালিতাবাড়ীর ভোগাই নদীতে ইউনু এসিলেন্ড বিজিবি আনসার সহ গ্রাম পুলিশের করা মহরার পরেও বন্ধ হচ্ছে না অবৈধ ভাবে বালু উত্তোলন।বিগত কয়েক দিনে দেখা গেছে অভিযানে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে ৮জন আসামিকে বিভিন্ন মিয়াদি সাজা ও বালু উত্তোলনের অসংখ্য মিনি ড্রেজার অসংখ্য পাইপ সহ বালুর মাছা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা গেছে দিনের বেলাই নদীতে থাকে না কোন বালু উত্তোলনের যন্ত্রাংস কিন্তু যখনই ঘরির কাটায় রাত ১২টা বাজে তখনই শুরু হয় বালু কারবারিদের মহা উৎব।অবৈধ বালু উত্তোলনের ফলে বিপাকে পরেছে সাধারণ মানুষ নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে যেমন নদীর ভার্সম্ম নষ্ট করছে তেমনি নদীর পার ভেঙে নদীর পারের বসত বাড়ীঘর হুমকির মুখে ফেলছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: