মিরসরাইয়ে বোনের শুশুর বাড়ীতে প্রবাসী ভাইয়ের লাশ উদ্ধার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
১৫ বছর পর দেশে এসে দেখতে গেলেন বোনকে। কিন্তু কে জানত এই দেখা শেষ দেখা। এমনটাই করুন পরিনতি হল প্রবাসী এক ভাইয়ের ভাগ্যে। দীর্ঘ ১৫ বছর পর প্রবাস থেকে দেশে এসে দুলাভাই হাতে খুন হন প্রবাসী মহিউদ্দিন।
চট্টগ্রাম, মিরসরাই ৭নং কাটাছরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গরুবেপারী বাড়ীতে ১৫ বছর পর দেশে ফেরা প্রবাসী ভাইয়ের লাশ উদ্ধার, ভাই ১৫ বছর পর দেশে আসার খবর শুনে বোন বাবার বাড়ীতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে মারধর করে, বোনের এই খবর শুনে ৬নং ইছাখালীর ৪নং ওযার্ড নন্দী গ্রামের ১৫বছর পর দেশে ফেরা প্রবাসী মহি উদ্দীন ছুটে যান বোনের বাড়ীতে সেখানে গিয়ে বোনের স্বামীকে জিজ্ঞেস করাতে প্রবাসী মহি উদ্দীনকে বোনের স্বামী শরিফ উদ্দিন পিতা:মিছিল আহম্মদ এবং তার সহযোগীরা মিলে কুপিয়ে হত্যা করে। পরে জোরারগঞ্জ থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে প্রবাসী মহি উদ্দীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর পাঠানো হয় সেখানে কর্মরত চিকিৎস মৃত ঘোষণা করে।