পূর্বধলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

নেত্রকোনার পূর্বধলায় মাইনুল ইসলাম অভি (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম (অভি) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার সদরের ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আটককৃত মাইনুল ইসলাম অভি পূর্বধলা থানার মামলা নং ০১/১২/২০২৪ খ্রি: ধারা ১৪৩/৩২৩/১১৪ পেনাল কোড, ১৮৬০ অপরাধ সংঘটনের উদ্দেশ্য বিস্ফোরক পিসি এর আসামী ছিল। আজ শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।