বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ শিক্ষার্থী।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়ির লোকজনের হামলায় নবম ও দশম শ্রেণির অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) বেলা অনুমান ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের ভূ্ঁইয়া বাড়ির লোকজনের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা সবাই কমলাপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে সোলাইমান, আহাদ ও রবি নামের তিনজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অন্যান্য আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন ফার্মেসি’তে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ কমলাপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র সোলাইমান ও আহাদ বাই-সাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। এসময় পথচারী জিসান নামের এক কিশোরের গায়ে ধাক্কা লাগে।  এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে জিসানের বাড়ির লোকজন দলবদ্ধ হয়ে সোলাইমান ও আহাদকে টানাহ্যাঁচড়া করে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া চেষ্টা করে। খবর পেয়ে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা সেখানে গেলে, উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিসানের বাড়ির দলবদ্ধ লোকজন শিক্ষার্থীদের মারধর করে ও পিটিয়ে জখম করে। অভিযোগ অস্বীকার করে জিসান বলেন, আমাদের বাড়ির কেউ হামলা করেনি। সোলাইমান ও আহাদ তাদের বন্ধুদের নিয়ে আমাদের ওপরে হামলা করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে কমলাপুর নিউ স্টার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন বলেন, আমরা শিক্ষকরা তখন কেউ ছিলাম না। যে কারণে তাতক্ষণিক বিষয়টা জানতে পারি নাই। পরে খবর নিয়ে জানলাম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোলের সৃষ্টি হয়েছিলো। ঘটনাটি ক্যাম্পাসের বাইরে হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুর-জাহান  জানান, আহত তিনজন শিক্ষার্থীকে সাড়ে চারটার দিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিলো। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন মুঠোফোনে  বলেন, এমন কোন ঘটনা এখন পর্যন্ত আমাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।