ভাঙ্গায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

মোঃ রিপন শেখ।।

ধর্ষকদের ফাঁসির দাবিতে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল  করেছে সাধারণ ছাত্ররা।  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা পৌরসভার সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙ্গার সমন্বয়ক ওসমান গনি আকাশ।  মিছিলে বিভিন্ন স্কুল কলেজের কয়েক শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। মিছিলে  শ্লোগান দেয়  ‘ আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই। ‘ সম্প্রতি যাত্রীবাহী বাসে নারী ধর্ষণসহ সমস্ত ধর্ষণের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল হয়েছে। এবং দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না। এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব ইনশাআল্লাহ।