দেবহাটায় এক আওয়ামীলীগের দোসর কর্তৃক সাংবাদিককে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

দেবহাটা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামের আব্দুর রশিদ গাজীর পুত্র দৈনিক ভোরের আলো ও মানবাধিকার প্রতিদিনের দেবহাটা উপজেলা প্রতিনিধি আবু সাঈদকে বিগত সময়ে আওয়ামীলীগের এক দোসর কর্তৃক  মারপিট ও ছিনতাইয়ের বিষয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক আবু সাঈদ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তার নিজের মৎস্য ঘেরের ব্যবসা আছে। অভিযোগ মতে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সংবাদ সংগ্রহ ও ব্যবসায়িক কাজের জন্য গত ইং ২৪ ফেব্রুয়ারী, ২৫ তারিখ দুপুরের দিকে সে তার ঘেরের জমির হারি দেয়ার জন্য (১৩০০০০) এক লক্ষ ত্রিশহাজার টাকা নিয়ে বাহির হন। কোমরপুর বাজারস্থ্য হবির চায়ের দোকানে জমির মালিকদের হারির টাকা পরিশোধ করার অপেক্ষায় বসে থাকাকালীন দুপুর আনুমানিক ১ টার দিকে উত্তর কোমরপুর গ্রামের মৃত ঈমান গাজীর (৭০)পুত্র আব্দুল গফফার (৪৮)  অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মারপিট করছে এমন খবর পেয়ে আবু সাঈদ ঘটনাস্থলে যায়। সেসসয় মারপিটের দৃশ্য দেখতে পেয়ে ভিডিও ধারণ করতে গেলে গফফার সাংবাদিকের উপর চড়াও হয়ে ভিডিও করছিস কেন ও বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক আবু সাঈদকে এলো পাথাড়ি মারতে থাকে গফফার। একপর্যায়ে আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে স্থান ত্যাগ করে। তথ্য অনুসন্ধানে স্থানীয়রা জানান, গফফার একজন আওয়ামীলীগের দোসর।  আওয়ামীলীগ সরকারের আমলে সে পুলিশিং কমিটির নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ছিল। সেই ক্ষমতাবলে রাতের আঁধারে জোর করে সিল মেরে ভোটের বক্স ভর্তি করা, কেসের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াসহ মিথ্যা মামলা দিয়েও নিরীহ মানুষকে হয়রানি করেছে। ডিস ব্যবসার আড়ালে সে একজন মাদক ব্যবসায়ী বলেও স্থানীয়রা জানান। গফফারের বিগত সময়ে আওয়ামীলীগের দোসর হওয়ার অনেক ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ও একাধিক অভিযোগে অভিযুক্ত এই গফফারের বিরুদ্ধে পুলিশ এখনো কোন ব্যবস্থা নেইনি।আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই সে রং বদলিয়ে বর্তমানে একবার জামায়াত ও আরেকবার বিএনপি দলের ট্যাগ দেয়ার কার্যক্রম শুরু করেছে। থানায় অভিযোগ দেয়ার সংবাদ পেয়ে আব্দুল গাফফার সাংবাদিক আবু সাইদকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ক্ষতি করাসহ জীবননাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক আবু সাঈদ জানান। এবিষয়ে দেবহাটার সাংবাদিকবৃন্দ দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।