লালমনিরহাটে সাংবাদিককে হত্যার হুমকি, ভেঙে দেয়া হলো মোটরসাইকেল ও ক্যামেরা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫ লালমনিরহাট আদিতমারী উপজেলায় ভোররাতে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক সাংবাদিক ভিডিও ধারণ করলে তাকে হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করেছে বালু উত্তোলনকারীরা।এ ঘটনায় শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদিতমারী থানায় ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক মাহফুজ বকুল। তাদের সকলের বাড়ি উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী কুটিরপাড় গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর। সাংবাদিক মাহফুজ বকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অবৈধ বালু উত্তোলনকারীরা সাংবাদিকের ক্যামেরা, মোটরসাইকেল, ওয়্যারলেস বুম এবং হেডফোন ভাঙচুর করেছে, যার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এ বিষয়ে বকুল বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিনি খবর পেয়েছিলেন যে রাতে একটি চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এই তথ্যের ভিত্তিতে, তিনি এবং তার ক্যামেরাম্যান রাত দেড়টার দিকে চন্ডিমারি কুটিরপাড় এলাকায় পৌঁছান। পরে বালু উত্তোলনের ভিডিও ধারণ করার সময় বালু উত্তোলকরা হঠাৎ আমাদের উপর আক্রমণ করে এবং আমার ক্যামেরা, মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। তারা আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে হত্যার হুমকিও দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আমরা সেখান থেকে ফিরে আসতে সক্ষম হই। ওসি আলী আকবর বলেন, অভিযোগটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন রোধে এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: