কেন্দুয়ায় আওয়ামী লীগের গুপ্ত নৈরাজ্য প্রতিরোধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
কোহিনূর আলম।।
ফ্যাাসিবাদী ও পতিত আওয়ামী লীগের গুপ্ত নৈরাজ্য প্রতিরোধে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১ মার্চ) বিকালে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ও ইকবাল হাসানের সৌজন্যে রোয়াইলবাড়ি বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’ তারেক জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে ‘ বিভিন্ন শ্লোগানে মিছিলটি রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে ফিরে আসে ও সমাবেশে পরিণত হয় ।
উক্ত সমাবেশে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন ভূঁইয়া সুরুজ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু  ।
এছাড়াও বক্তব্য রাখেন, উক্ত ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার আহম্মেদ হৃদয়, নূরুল আমিন, হাকিমুল্লাহ প্রমুখ  ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে কোন সন্ত্রাস ও রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে চাঁদাবাজি, চুরি ও রাহাজানি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইন্তেজাজুল হক আবু তাহের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আমীরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ ইলিয়াস আলী, দপ্তর সম্পাদক আলমগীর কবির রাসেল, ছাত্রনেতা আবির হাসান উজ্জ্বল, হাসিমুল্লাহ, রাজু আহম্মেদ রকি,মিজান, নোবেল, জাহিদুল ইসলামসহ  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।