চাটখিলে সন্ত্রাসী হামলায় আহত-৪, থানায় অভিযোগ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
মোঃ হানিফ।।
নোয়াখালী জেলার চাটখিল পৌর শহরের সুন্দরপুর ভূইয়া গাজী পাটোয়ারী বাড়িতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলা সহ ৪জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে  চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। এই ঘটনায় ছাকায়েত উল্যা বাদী হয়ে  ( ১ মার্চ ) শনিবার দুপুরে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, প্রতিপক্ষের লোকজনদের সাথে দীর্ঘদিন থেকে ছাকায়েত উল্যাদের জমিসংক্রান্ত  বিরোধ রয়েছে। এবিষয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক ও থানায় অভিযোগ করেও এবিরোধ নিষ্পত্তি হয়নি। প্রতিপক্ষের লোকজন একাধিকবার বৈঠকে বসলেও স্থানীয় সালিশ বৈঠকের রায় অমান্য করে গায়ের জোরে প্রভাব খাটিয়ে ছাকায়েত উল্যার ভোগদখলীয়  গাছগাছালি কেটে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায়  আজ শনিবার সকালে ছাকায়েত উল্যার ভোগদখলীয় জায়গায় তার ছেলেরা বাঁশের খুটি দিতে গেলে প্রতিপক্ষের হেদায়েত উল্যার ছেলে মো: ইলিয়াস (৪৫) , সাইফুল ইসলাম  (৫৫) সাইফুলের ছেলে  সিফাত (১৮)  হামলা চালিয়ে মারধর করে পিটিয়ে  ৪জনকে আহত করে।  আহতরা হচ্ছে ছাকায়েত উল্যার ছেলে মো: ইউনুছ আলী (৩৮), আরমান চৌধুরী ইমন (১৫), সুজন ইসলাম (৩৩) ও সুজনের স্ত্রী আছমা জাহান নুশি।
এই বিষয়ে ইলিয়াছ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিরোধের কথা স্বীকার করে বলেন, আমাদের জায়গায় বুঝিয়ে না দিয়ে খুঁটি দেওয়ায় আমরা বাঁধা দিতে গেলে এঘটনা ঘটে। আমরাও আহত হয়েছি এবং  থানায় অভিযোগ দায়ের করেছি।
মামলার তদন্ত কর্মকর্তা চাটখিল থানার এসআই  মোহাম্মদ সাদী জানান , তদন্ত পূর্ববক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।