নাটোরে সাবেক শিমুল এমপির শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা আটক। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ মোঃ সৈকত হোসেন।। নাটোরে হত্যা সহ ১৩ টি মামলার পলাতক যুবলীগ নেতা শরিফুল ইসলাম কালিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০১) রাতে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বড় হরিশপুর এলাকায় আত্মগোপনে ছিলো শরিফুল। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শরিফুল আ.লীগ সরকারের সময়ে নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এর সন্ত্রাসী বাহিনীর অন্যতম নেতা ছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি সহ জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের উপর হামলা এবং নির্যাতনের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: