খুলনা মহানগরীতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা জখম। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ মোঃ মাসুম বিল্লাহ রায়হান।। খুলনা মহানগরীর সদর থানাধীন শামসুর রহমান রোড বড় মির্জাপুর অনির্বাণ পত্রিকা অফিসের সামনে মৃত করম আলী’র মিনা(৫০)কে তার ছেলে মোঃ-আলী আকবর (৩০) কোন কারন ছাড়া তার মাকে ধারালো ছুরি দিয়ে বাম পার্শ্বে গলায়, বাম হাতের কব্জির উপরে এবং পিঠের পিছনে জখম করে। পরবর্তীতে তার আত্মীয়-স্বজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে সার্জারি-০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি নাক কান গলা বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে। ছেলেটির আত্মীয়-স্বজন জানায় ছেলেটির মাথায় সমস্যা আছে। এদিকে ঘটনার পরে খুলনা সদর থানা পুলিশ ঘাতক ছেলেকে আটক করে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: