কলমাকান্দায় অবৈধ বালু পরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনের কারাদণ্ড, অপরজনকে অর্থদণ্ড।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
নাজমুলহুদা।।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড এবং অপরজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। অভিযানে সহায়তা করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এবং সঙ্গীয় পুলিশ দল।
অভিযানে আজাহারুল ইসলাম আকাশ (২১) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. ওবায়দুল হক (২২) নামে অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের ফলে অবৈধ বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন কঠোর মনোভাব প্রকাশ করে জানায়, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।