চাটখিলে বসত ঘরে আগুন, দুই লাখ টাকার ক্ষতির অভিযোগ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ মোঃ হানিফ।। চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর আবদুল আজিজ পাটোয়ারী বাড়ির শাহাজাহান পাটোয়ারীর ঘরে পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও তার ঘরের অনেকাংশ পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি থানায় অভিযোগ করেন। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্ত আমিনুর রহমান সুমনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সুমনের আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসে কান্নাকাটি করে সুমনকে পুলিশে না দেওয়ার জন্য অনুরোধ করে। আত্মীয়-স্বজনের অনুরোধে শাহাজাহান পাটোয়ারী তাকে আত্মীয় স্বজনের কাছে তাকে তুলে দেয়। এ ঘটনার পর শাহাজাহান পাটোয়ারীর সরলতার সুযোগ নিয়ে সুমনের বোন নাজমা আক্তার বৃষ্টি শাহাজাহান পাটোয়ারী কে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলা হামলা করার হুমকি দিচ্ছে। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ খোকন বলেন, আমি দুর্বৃত্তকে থানায় সোপর্দ করার জন্য শাহাজাহান পাটোয়ারীকে পরমর্শ দিয়েছি। তিনি পরামর্শ মতো কাজ না করায় তিনি এখন উল্টো হয়রানির স্বীকার হচ্ছেন। এ ব্যাপারে শাহাজাহান পাটোয়ারী বাদী হয়ে গত শুক্রবার রাতে ৩ জন কে আসামী করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ব্যাপারে থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: