লালপুর উপজেলার চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল এরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭ টি মাড়াইকল জব্দ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

মোঃ শাহ্ জালাল মাসিম।।

লালপুর উপজেলার চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল এরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭ টি মাড়াইকলকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩ মার্চ ২০২৫খ্রিঃ)এ  উপজেলার লালপুর, সাদীপুর ও সালামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। উক্ত অভিযান পরিচালনা করেছেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। এ সময় আরো  উপস্থিত ছিলেন,নর্থ সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসাহাব উদ্দিন, ডিজিএম (সম্প্রসারণ) নজরুল ইসলাম সহ আরো অনেক কর্মকর্তাগণ। মাড়াইকলগুলো অবৈধভাবে আখ মাড়াই করে নিম্ন মানের গুড় উৎপাদনের সাথে জড়িত থাকার কারণে সর্বমোট ৭ টি মাড়াইকল জব্দ করেছে প্রশাসন।