নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ সভাপতি অমিত কুমারকে আটক। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫ সাইফুল ইসলাম।। নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ সভাপতি অমিত কুমারকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুরের দিকে নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করেন আত্রাই থানা পুলিশ। আটককৃত অমিত কুমার আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের অমিয় কুমার শাহা’র ছেলে ও আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজের ছাত্রলীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দীন বলেন, আটককৃত অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে হবে বলেও জানান তিনি। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: