ওসমানীনগরের কুশিয়ারার চর কেটে নিচ্ছে প্রভাবশালীরা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী।।
সিলেটের ওসমানীনগরে ঐতিহ্যবাহী  কুশিয়ারা নদীর কিনারে  জেগে উঠা চরের মাটি স্থানীয় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে কেটে নেওয়া যেন স্থানীয় প্রভাবশালী লোকজনের এক বিশাল প্রতিযোগীতা বর্তমানে চলমান । এমন দৃশ্য প্রতিনিয়ত নজর কাড়ে উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর পুরাতন লঞ্চ ঘাট সংলগ্ন কুশিয়ারা নদীতে জেগে উঠা চরের একাধিক স্থানে। সরেজমিন পরিদর্শন কালে দেখা যায় ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীতে জেগে উঠা চর কেটে মাটি নিয়ে যাচ্ছে কতিপয় প্রভাবশালী মহল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তিরা  জানান উপজেলার খছরুপুর গ্রামের  প্রভাবশালী  ফজলু মিয়া প্রতিবছরের মতো এবারও নদীতে জেগে উঠা চর কেটে  মাটি নিজ সমিলের ভিটায় ভরাট করা সহ তিনির মালিকানা একাধিক ভূমিতে মাটি ভরাট  করতে দেখা গেছে। নদীর চর হতে মাটি কেটে নিয়ে যাওয়ার  বিষয়ে একাধিক বার ফজলু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উক্ত বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে অপরাধীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।