কুড়িগ্রামে পণ্যের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫ আসাদুজ্জামান।। পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। এ টিমের সদস্যরা শনিবার বিকালে ৩ টায় কুড়িগ্রাম সদর উপজেলার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জিয়া বাজার এলাকায় বাজার মনিটরিং শেষে ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা করেন এসময় পণ্যের দাম বেশি রাখায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে ৫ হাজার টাকা জরিমানা অরোপ করা হয়। বাজার মনিটরিং টিমে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ, জেলা কৃষি বিপণন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিউল আজম ও বাজার মনিটরিং কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: