ভাঙ্গায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাঙ্গায় রিক্তা বেগম (৩২) নামক এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। রিক্তা বেগম ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের জাকির মোল্লার স্ত্রী এবং একই ইউনিয়নের পাঁচকুল গ্রামের আজিজ শিকদারের মেয়ে। ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে রয়েছে।ওই গৃহবধূ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দুপুর বারোটার দিকে মারা যায়। এর আগে সকাল থেকে ৯টা ২০ মিনিটের দিকে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তিনি বিষ পান করেছেন বলে জানানো হয়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । রিক্তা বেগমের বোন হাফিজা বেগম সাংবাদিকদের জানান, আমরা মঙ্গলবার দুপুরে রিক্তার স্বামী জাকির মোল্লার ফোন পাই। তিনি জানিয়েছেন, রিক্তা বিষ পানে মারা গেছে। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পাই। এ সময় শ্বশুর বাড়ির লোকজন কাউকে দেখিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে সোমবার রাত দশটার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়েছে। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে শ্বশুর বাড়ির লোকজনের দাবি , সোমবার দুপুরে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। এর জের ধরে সোমবার রাতে ওই গৃহবধূ বিষ পান করে। মঙ্গলবার সকাল ৯টা দিকে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে সে মারা যায়। জাকিব মোল্লা মা জানান, আমাদের বাড়ি পাশে কদুর গাছে জানালা পাতা পোকা ধরেছে এই কদু পাতা স্পেরে মারা জন্য বিষ দোকান থেকে আনে।এই বিষ পান করে আত্মহত্যা করে। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা জানান, রিক্তা বেগম নামে এক গৃহবধুর মৃত্যুর খবর পেয়েছি। বিষ পানে সে মারা গেছে বলে জেনেছি । পারিবারিক অশান্তির কারণে সে বিষ খেয়েছে নাকি অন্য কোন কারণে মারা গেছে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। গৃহবধূর মৃত্যুর খবর শুনে আমি রাত নয়টার দিকে ভাঙ্গা থানায় ফোন করেছি। আজ বুধবার সকাল দশটায় ওই গৃহবধূর ময়না তদন্ত হবে বলে জানতে পেরেছি। ভাংগা থানার উপ পরিদর্শক মোঃ লোকমান হোসেন জানান, গতকাল রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙ্গা উপজেলার দিঘলকান্দা গ্রামের এক গৃহবধুর মৃত্যুর খবর শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: