বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন রনী।।

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (১৬ মার্চ) গভীর রাতে উপজেলার রায়পুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তির নাম জাহিদুল মাতুব্বর ওরফে কালা (৪৫)। তিনি বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম দেওয়ান। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে জাহিদুলের বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।” এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ১৮। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “আটককৃত মাদক ব্যবসায়ীকে সোমবার (১৭ মার্চ) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর এই পদক্ষেপ অব্যাহত থাকবে।” স্থানীয় জনগণের দাবী, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হোক।