বগুড়ায় মামলা করতে এসে পুলিশি হয়রানির শিকার এক নারী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করতে আসা এক নারীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হস্তক্ষেপ করলে ওই নারী তার টাকা ফেরত পান এবং মামলাটি নথিভুক্ত করা হয়। সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। টাকা ফেরত পাওয়ার বিষয়টি মামলার বাদী আফছানা জাহান বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকার আরিফুল ইসলামের মেয়ে। আফছানা জাহান জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করায় তার মা শাহানা পারভিনকে মারধর করে একদল মাদক কারবারি। এ সময় তার ছোট বোন আরিফা রিকশায় করে অফিসে যাওয়ার পথে মাকে মারধর হতে দেখে উদ্ধার করতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসাধীন থাকায় আফছানা জাহান রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে মামলা করতে বগুড়া সদর থানায় যান। এ সময় এসআই জাহিদ হাসান তার কাছ থেকে তিন হাজার টাকা কেঁড়ে নেন। পরে ওসির হস্তক্ষেপে তিনি ওই টাকা ফেরত পান এবং তার মামলা রেকর্ড করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি বলেন, ‘বিষয়টি জানার পর আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগী তার টাকা ফেরত পেয়েছেন এবং মামলা রেকর্ড করা হয়েছে।’