বাস চাপায় যুবকের মৃত্যু, বাস আটক করায় স্কুল ছাত্রের হাত ভেঙ্গে দিলেন আওয়ামী নেতা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

শরীয়তপুর জেলা প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরায় বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস আটক করায় এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী (১৬) নামের এক যুবকের হাত ভেঙ্গে দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী। এ ঘটনায় দেলোয়ার বেপারী নামে আরও একজন আহত হয়েছেন। জানা যায়, রুবেল বেপারি শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার অনুসারী। শনিবার (২২ মার্চ) দুপুর সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আজ দুপুরে উপজেলার কুন্ডেরচর এলাকার বাসিন্দা ও জাজিরা পুরাতন বাজারের কাপড় ব্যবসায়ী শাকিল মল্লিক নামের এক যুবক ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরার টিএন্ডটি মোড় এলাকা হতে মোটরসাইকেল যোগে নাওডোবা যাওয়ার পথে গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক বাসটি আটক করে। আটক করার পরে স্থানীয় আ.লীগ নেতা ও বাস মালিক সমিতির সদস্য রুবেল বেপারী ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডায় জড়ান। বাকবিতণ্ডার এক পর্যায়ে আওয়ামী নেতা রুবেল বেপারী তার সন্ত্রাসী বাহিনি নিয়ে বিক্ষুব্ধ জনতার উপর অতর্কিত হামলা চালায়। এসময় দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুলের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় হামলার শিকার হয়। এতে তার একটি হাত ভেঙ্গে যায় ও শরিরের বিভিন্ন যায়গায় আঘাত পায়। পাশাপাশি স্থানীয় দেলোয়ার বেপারী নামের একজন আহত হন। এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী বলেন, আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একটি বাস আটক অবস্থায় দেখি। এসময় ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বাম হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। সামনে আমার এসএসসি পরিক্ষা। আমি এঘটনার বিচার চাই। আহত দেলোয়ার বেপারী বলেন,গনিরমোড়ে বাস চাপায় একজনের মৃত্যুর পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আমার দোকানের সামনে দাড় করিয়ে রাখে। এরপরে স্থানীয় আওয়ামীলীগ নেতা সেখানে এসে বাস ছাড়িয়ে নিতে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং ক্ষুদ্ধ হয়ে আমার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। আমি এ হামলার বিচার চাই। উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী তার লোকজন ডেকে এনে স্থানীয়দের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী নেতা রুবেল বেপারী বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। উল্টো তারা আমাকে মারধর করেছে। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।