কেন্দুয়ায় প্রেমিকের উড়ো চিঠিতে হুমকি : অগ্নিসংযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রেম সংক্রান্ত বিরোধের জেরে প্রেমিকার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে পারিবারিক ও স্থানীয় সূত্রে । শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের দক্ষিণ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।এতে করে সেনা সদস্য আরিফুজ্জামানের বাড়ির কাচারি ঘরে রাখা মমোটরসাইকেল, টাইলস ও আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় । যদিও গ্রামবাসীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । কিন্তু এর আগেই সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় । সেনা সদস্য আরিফুজ্জামানের মামাতো ভাই মাহমুদুল হাসান (২০) বলেন, সিঁদ কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে । পরে তারা ঘরে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় । এতে প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় । পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ফজলে এলাহীর দুই ছেলে আরিফুজ্জামান ও সোহেল রানা এবং এক মেয়ে রয়েছে । বড় ছেলে আরিফুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরতম । ছোট ছেলে ময়মনসিংহ শহরে থাকে পরিবারসহ । তাদের বাবার মৃত্যুর পর দুই ভাই বোনের বিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন । বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারটি একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেতে থাকে যে, বোনের বিয়ে অন্য কোথাও দেয়া হলে পরিবারটির ওপর ভয়ানক বিপদ বা গুজব নেমে আসবে । পরিবারের সদস্য সোহেল রানা জানান, গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত হুমকির মুখে ছিলো তারা । উড়ো চিঠির লেখাগুলোতে উল্লেখ ছিলো, প্রেমিকা অন্য কাউকে বিয়ে করলে তাদের বিপদ আসবে । তবে এ চিঠিগুলোর গুরুত্ব দেয় নি তারা । এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মোঃ কামাল আহমেদ মুঠোফোনে জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি । তিনি আরো বলেন, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি । SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: