শ্যামনগর সুন্দরবন থেকে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ।।

সুন্দরবনে আটকে পড়া একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এ তথ্য নিশ্চি করেছেন। শনিবার (২২ মার্চ) সকালে সুন্দরবনের কাইনমারি খাল এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরে হরিণটিকে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করে বন বিভাগ।বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, কা‌টেশ্বর টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তা‌ফিজুর রহমানের নেতৃত্বে বনরক্ষীদের টহলের সময় তাঁরা সুন্দরবনের কাইনমারি খাল এলাকায় হরিণ শিকারিদের পাতা ফাঁদ দেখতে পায়। পরে বনের গহীন থেকে ফাঁদসহ একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়। এসময় ওই স্থান থেকে একটি নৌকাও উদ্ধার করা হয়। তিনি জানান, বনের ভেতরে শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে হরিণটি। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের কাটেশ্বর টহল ফাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।