লালপুরে দুই বছরের দুইজন শিশু ধর্ষণের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

মোঃশাহ্ জালাল মাসিম।।

লালপুরে নয়ন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রুইগাড়ী গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত নয়ন একই এলাকার রনজিতের ছেলে। জানা গেছে, নয়ন দুই শিশু সন্তানের পিতা। তার শিশু সন্তানের সঙ্গে পাশের বাড়ির আরো তিন কন্যা শিশু খেলাধুলা করছিল। এসময় প্রথমে এক শিশুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই যুবককে কামড় দিলে তাকে ছেড়ে দেয়। পরে আরো এক শিশুকে মুখ চেপে ঘরে নিয়ে যায়। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোকজন বুঝতে পারলে নয়ন জানালা দিয়ে পালিয়ে যায়।