চাটখিলে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

মোঃ হানিফ।।

নোয়াখালী চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নের মেঘা গ্রামের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে ওই গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ গোলাম মোস্তফা সহ ৮ জন গতকাল সোমবার সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ৪নং বদলকোর্ট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেগা গ্রামের শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি মেঘা বাজার হতে দাস বাড়ি পর্যন্ত বন্ধ করে ঐ গ্রামের আকু আলী ব্যাপারী বাড়ি মৃত তোতা মিয়ার ছেলে আব্দুর রহমান ঘর নির্মানের কাজ করছে। এ কারনে ঐ গ্রামের জনসাধারণের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আবদুর রহমানকে রাস্তার বেড়া খুলে দেওয়ার জন্য অনুরোধ জানায়। সে গ্রামবাসীকে উপেক্ষা করে বেড়া না সরিয়ে কাজ চলমান রাখবে বলে জানায়। এই বিষয়ে জানার জন্য আবদুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।