গোপালগঞ্জে ঈদ পরবর্তী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ মামলা দায়ের ও জরিমানা আদায় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জ সদর উপজেলা সহ জেলার সব উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ঈদ পরবর্তী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যে দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙ্গানো, রুট পারমিট না থাকা ও ফিটনেস বিহীন গাড়ী চলাচল সহ অবৈধ পার্কিং করার অপরাধে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গোপালগঞ্জের ৫ উপজেলা নির্বাহী অফিসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। আজ শনিবার (৫ এপ্রিল) জেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩টি মামলা দায়ের এবং জরিমানা বাবদ ৩০,৫০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, গোপালগঞ্জ বিআরটিএ-এর যানবাহন পরিদর্শক জিয়াউল হক জিয়া সহ ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাগণ ও সদস্যবৃন্দ। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার রন্টি পোদ্দার জানান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহম্মদ কামরুজ্জামান স্যারের দিকনির্দেশনা গোপালগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিকট থেকে যেন কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি । SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: