নারায়ণগঞ্জ কারাগারের সামনের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

এইচ এম গোলাম কিবরিয়া সোহাগ।।

নারায়নগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ওয়াসিম। স্থানীয়রা জানান, দুপুরের দিকে কারাগারের সামনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখা যায়। নিহতের বয়স আনুমানিক ১৪-১৫ বছর হবে। কিশোরের পরনে ছিল একটি সাদা পায়জামা। তার মুখের একপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ওয়াসিম বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। তবে তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটির পরিচয় সম্পর্কে জানতে চাইলে, ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক দৈনিক দেশসেবাকে জানান, কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়নি। আশপাশের লোকজনকে জিজ্ঞাস করলেও তারা শনাক্ত করতে পারেনি। আমাদের ধারণা ছেলেটি মাদরাসার শিক্ষার্থী হতে পারে। আশপাশের থানায় সংবাদ পাঠানো হচ্ছে।