ছাত্রদলনেতা রাশেদ হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজিসহ তিনজন গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫ মহিব্বুল্যাহ ইলিয়াছ।। ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশেদ হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকার গুলশান-১ এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসা হয়। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরের নের্তৃত্বে তদন্তকারি কর্মকর্তাসহ এই অভিযান পরিচালনা করে মনপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজি, হালিম মিজি ও করিম মিজি। বুধবার (০৯ এপ্রিল) সকালে এ ব্যাপারে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: আছাদুজ্জামান জানান, মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়ি বাঁধের জিও ব্যাগের কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ছাত্রদলনেতা রাশেদের মৃত্যু হয়। উক্ত ঘটনায় মনপুরা থানায় মামলা হওয়ার পর থেকে প্রধান আসামীসহ একাধিক আসামী পলাতক ছিলো। অবশেষে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে ঢাকার গুলশান-১ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, নিহত ছাত্রদল নেতা রাশেদ হত্যা মামলার আসামীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে আমার নের্তৃত্বে তদন্তকারি কর্মকর্তাসহ ফোর্স নিয়ে আমরা ঢাকায় অভিযান পরিচালনা করি। এবং রাশেদ হতা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসি। আসামীদেরকে মনপুরা বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। রাশেদ হত্যার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার করায় মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরকে মনপুরার সর্বস্তরের অভিনন্দন জানান। উল্লেখ্য গত ৭ই এপ্রিল জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন রাশেদের পরিবারের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে রাশেদের খুনিদের আসামীদের ধরে আইনের আওতায় আনতে হবে। একইদিন সন্ধায় মনপুরা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি সংবাদ সম্মেলন করে রাশেদ হত্যার প্রধান আসামী সহ বাকি আসামীদের অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হরতে হবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: