লক্ষ্মীপুরে সাংবাদিক কে চোখ খুলতে উদ্দত ও জনসম্মুখে মানহানিকর গালমন্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ মেহেদী হাসান রাসেল।। গত ১০ এপ্রিল সন্ধ্যায় শহীদুল্লাহ্ বাচ্চু নামীয় ব্যাক্তিটি উপশহর দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীতে দলবল নিয়ে এসে অকথ্য গালমন্দ ও এক পর্যায়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরীর চোখ খুলতে যায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার অর্জিত সম্মান ক্ষুন্ন করে। তৎক্ষনাৎ বিষয়টি লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক (ওসি মহোদয়) মোঃ আব্দুল মোন্নাফ কে মোবাইল ফোনে জানালে তারা দলবল নিয়ে সরে পড়ে। জানা যায় গোলাম মোস্তফা পুত্র আব্দুর রহমান জুবায়ের এর বিরুদ্ধে পিতা কে মারধরের বিষয়ে দুই জন কে আসামী ও অজ্ঞাত সঙ্ঘবদ্ধ আরো ৯ জন কে আসামী করে সদর থানায় একটি মামালা করে, মামলার রেফারেন্স দিয়ে একটি নিউজ করার পরিপ্রেক্ষিতে তারা সাংবাদিক ভি বি রায় চৌধুরীর উপর এই হামলা চালায়, এই বাচ্চু, আব্দুর রহমান জুবায়ের এর মামা এবং মামলার বাদী গোলাম মোস্তফার ভগ্নিপতি। এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে, তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের নিকট শহীদুল্লাহ্ বাচ্চুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: