পাবনায় র্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় আসামি অনিক গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫ শরিফুল ইসলাম।। পাবনায় র্যাবের অভিযানে সদর উপজেলার চাঞ্চল্যকর মোঃ আরাফাত হোসেন হত্যা মামলার এজাহার নামীয় আসামি অনিক গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব। এজাহার সূত্রে জানা যায় যে, গত ০২ এপ্রিল ২০২৫ তারিখ রাত্রি ৯:৪৫ ঘটিকায় পাবনা জেলার সদর থানাধীন দোগাছী দক্ষিণ রাঘবপুর এলাকার মোঃ ওমর ফারুকের ছেলে আরাফাত হোসেন (২০),কে দুষ্কৃতিকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহত আরাফাত হোসেন এর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, মামলা নং-১০, তারিখঃ ০৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র্যাব-১২, এর অধিনায়কের নির্দেশনায় সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় ১২ এপ্রিল ২০২৫ তারিখ ০২:৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় ৬ নং পলাতক আসামী পাবনা সদর থানার দক্ষিণ রামচন্দ্রপুর (সুইপার কলোনী)এলাকার মানিকের ছেলে অনিক (২২), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: