ওএমএস চাউল বিতরণে দুর্নীতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ মহিব্বুল্যাহ ইলিয়াছ।। ভোলার মনপুরা উপজেলায় সরকারের ওএমএস এর কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে হাজির হাট ইউনিয়নের ওএমএস এর চালের ডিলার দুলাল ও তার ছেলে শরীফ বিরুদ্ধে। সরকারি নিয়ম উপেক্ষা করে অবৈধ উপায়ে বেশি দামে চাল বিক্রয়ের অভিযুক্ত পাওয়া গেছে। গত ১৭ এপ্রিল (বুধবার) ভোলার মনপুরার হাজির হাট ইউনিয়নের ওএমএস এর ডিলারের বিরুদ্ধে অবৈধ ভাবে চাল বিক্রয়ের অভিযোগ পাওয়ার ভিত্তিতে নৌ-কন্টিনজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে ৮১৫ কেজি চাল জব্দ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী ওএমএস এর চাল (খোলা বাজারে) এক পরিবারের এজজন প্রতিদিন ৫ কেজি করে ৪০০ পরিবার ২০০০ কেজি চাল পাওয়ার কথা অথচ বিভিন্নজনের নিকট ২০কেজি,৩০কেজি এমনকি ৫০ কেজি চাল বিক্রয়ের অভিযোগ রয়েছে দুলাল ডিলারের বিরুদ্ধে। যা অনুসন্ধানে বের হয়ে আসছে। অনুসন্ধানে দেখা যায় ৪০০ জন সুবিধাভূগীর মধ্যে ৩৪৭ জনের নামে চাল বিতরণ দেখানো হলেও ২১৬ জনের চাল পাওয়া গেছে। যেখানে ৫৩ জনের নামে চাল থাকার কথা থাকলেও ১৬৩ জনের ৮১৫কেজি বেশি চাল অতিরিক্ত পাওয়া যায় যা আইনত বেআইনি। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মনপুরা নৌ-বাহিনী কন্টিনজেন্ট আটককৃত ৮১৫ কেজি চাউল পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে জানান, ” ও এম এস এর চাউল বিতরণে অনিয়মের সত্যতা পাওয়া গেছে ৮১৫ কেজি থানায় জব্দ করে পুলিশ জিম্মায় রাখা হয়েছে, তদন্ত করে ডিলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা বলছেন, সরকারের সহায়তা প্রকল্পের চাল এভাবে আত্মসাৎ সাধারণ মানুষের সাথে নির্মম প্রতারণা। তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: