রাউজানে চারদিনের ব্যবধানে দ্বিতীয় যুবদল কর্মী খুন: গুলি করে হত্যা করা হলো মো. ইব্রাহিমকে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

মোহাম্মদ শাহ আলম চৌধুরী।।

চট্টগ্রামের রাউজানে চারদিনের ব্যবধানে আরও একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. ইব্রাহিম (২৮), পিতার নাম মোহাম্মদ আলম। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডের গাজীপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি সিএনজিচালিত অটোরিকশায় আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ ইব্রাহিমের ওপর হামলা চালায় এবং মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে হামলা চালায়। সেখানে আবুল কালামের ঘর ভাঙচুর করা হয়। তার ছেলে মন্নানকে না পেয়ে দুর্বৃত্তরা তার ভাই মো. নাঈম, যিনি একজন সিএনজি চালক, তাকে পায়ে ও হাঁটুতে গুলি করে। আহত নাঈমকে তাৎক্ষণিকভাবে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত শনিবার রাতে একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায় যুবদল কর্মী আবদুল্লাহ মানিক খুন হন। একের পর এক এই হত্যাকাণ্ডে স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।