ধামইরহাটে এক বছরের জন্য বালু মহালের ইজারা দখল হস্তান্তর দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫ ছাইদুল ইসলাম।। নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের কাছে এক বছর মেয়াদি আত্রাই নদীর বালু মহালের ইজারা দখল হস্তান্তর করা হয়েছে। এর আগে বালু মহালটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে ছিল। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দুইটার সময় ইজারা গ্রহিতা আখরাজুল চৌধুরীর প্রতিনিধি ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিনের কাছে হস্তান্ত করেন উপজেলা সার্ভেয়ার (ভূমি) অলক কুমার মুকুট মনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, সরকারের বিধি মেনে আত্রাই নদীর বালু মহাল দখলের জন্য ৩ কোটি ৮৮ লক্ষ ৭৪ হাজার ৬২০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। এরই প্রেক্ষাপটে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বালু মহালের ইজারা দখল হস্তান্তর সম্পূর্ণ করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জেসমিন আক্তার বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমার দুইজন প্রতিনিধি পাঠিয়ে, খেলনা ইউনিয়নের উদয়শ্রী মৌজার পূর্ব নন্দনপুর পয়েন্টে এক বছর মেয়াদী আত্রাই নদীর ৪টি মৌজার বালু মহাল হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, খেলনা ইউনিয়নের উপসহকারী (ভূমি) অফিসার এস এম মিনহাজুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলি খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: