বানারীপাড়ার বাইশারীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত, গ্রেফতার -১

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

মো: সাইদুল ইসলাম।।

বরিশালের বানারীপাড়ার উপজেলার বাইশারীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।২১ এপ্রিল সোমবার রাতে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুল মিয়ার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।এ ঘটনায় ২২ এপ্রিল মঙ্গলবার সকালে মিজানুর রহমান বাদী হয়ে পার্শবর্তী গরদ্দার গ্রামের শহিদুল ইসলাম মানিক সহ দুইজন নামধারী ও ৫/৭ জন অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।ওইদিন সকালে মামলার এক নম্বর আসামী বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মৃত্যূ বজলুর রহমানের ছেলে মানিক(৫০) কে আটক করেছে থানা পুলিশ। জানা গেছে,২১ এপ্রিল সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুল মিয়ার বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাবুল মিয়াকে জিম্মি করে ফেলে। ডাকাতরা বাবুল মিয়ার মুখ ও হাত-পা বেধে ফেলে মারধর করে ভিতী সৃষ্টি করে। ডাকাতদের সাথে ধস্তাদস্তির একপর্যায়ে শহিদুল ইসলাম মানিক নামের একজনের মুখোস খুলে গেলে বাবুল মিয়া তাকে চিনে ফেলেন। এসময় ওই সশস্ত্র ডাকাত দল উত্তর পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত শারমিন সোমা ও তার এক বছর বয়সী শিশু সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রেখে ডাকাতরা ষ্টীলের আলমিরা, ওয়ারড্রপ, কাঠের ওয়াল সুকেস, ট্রলি, স্টীলের বাক্স ও বেশ কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে হজ্বে যাওয়ার জন্য বাসায় রাখা নগদ দুই লক্ষাধিক টাকা,স্বর্নের সীতার হার,৮ টি রুলি,চেইন,কানের দুল,কয়েকটি আংটি সহ ১৮/২০ ভরি ওজনের স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। রাত আনুমানিক দুইটা-আড়াইটা থেকে সশস্ত্র ডাকাতদল ওই বাসায় প্রায় দুই-আড়াই ঘন্টা অবস্থান করে এক বছরের শিশুসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলি,কাঠ ও স্টীলের বিভিন্ন রকম আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে এর মধ্যে থাকা নিগদ টাকা, স্বর্নালংকার ও বিভিন্ন মালামাল লুটপাট চালিয়ে ফজরের আজানের কিছু সময় পূর্বে ডাকাত দল বের হয়ে বাহির থেকে দরজায় ছিটকানি লাগিয়ে চলে যায় বলে জানান বাবুল বাবুল মিয়া।ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন এবং তাদের দেখলে তিনি চিনবেন বলে ও জানান। উল্ল্যেখ্যযে, বাবুল মিয়ার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক নাসিমা বেগম হজ্ব ট্রেুনিংয়ের জন্য ঢাকায় অবস্থান করছেন। আগামী ১ মে বাবুল মিয়া ও তার স্ত্রী’র হজ্ব ফ্লাইট রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ২২ এপ্রিল মঙ্গলবার সকালে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মো: মোস্তফার নেতৃত্বে একটি পুলিশ টিম ও বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি পুলিশ পরিদর্শক লিয়াকত আলী’র নেতৃত্বে তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ২২ এপ্রিল মঙ্গলবার সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে মামলার এক নম্বর আসামী শহিদুল ইসলাম মানিক (৫০) কে গ্রেফতার করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্যদের ও গ্রেফতারের চেষ্টা চলছে তিনি জানান। ছবির ক্যাপশন : বরিশালের বানারীপাড়ার দক্ষিন বাইশারীতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত মানিক এবং ডাকাতদের ভাংচুর করা আসবাবপত্র।