সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা – আসামি গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫
জিকে সোহাগ।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার একমাত্র আসামীকে, রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল।
সোমবার (২৬ মে) বিকেলে, গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর  অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ। গ্রেফতারকৃত আসামির নাম মাসুদ (৩৫)। সে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন পাশাপুর এলাকার মাওলানা আব্দুল মান্নানের । রোববার (২৬ মে) গভীর রাতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মামলার বাদিনী গার্মেন্টসে চাকুরি করেন। তার বড় ও ছোট মেয়ে দুজনেই মহিলা মাদ্রাসার বোডিং এ থেকে নাজেরা বিভাগে পড়াশোনা করে। বড় মেয়ে অসুস্থ হওয়ায় তিনি দুই মেয়েকে মাদ্রাসার বোডিং থেকে বাসায় নিয়ে আসেন। গত ১৮ মে  দুই মেয়েকে ভাড়া বাসায় রেখে গার্মেন্টসে গেলে, বিকেলে তার ৬ বছর বয়সী ছোট মেয়ে বাসার বাহিরে খেলতে যায়। এসময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লার মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামান এর যৌথ মালিকানা বিল্ডিং এর দারোয়ান মাসুদ (৩৫) মেয়েটির মুখ চেপে ধরে উক্ত বিল্ডিং এর গার্ড রুমে নিয়ে যায় এবং মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। ঐ সময় মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে এবং উক্ত ঘটনার বিষয়ে মাকে বলে দিবে বললে আসামী মাসুদ শিশুটিকে গার্ড রুমে রেখে পালিয়ে যায়। তখন শিশুটিও সুযোগ পেয়ে গার্ড রুম থেকে বের হয়ে আসে। বাদিনী গার্মেন্টস থেকে বাসায় ফিরলে মেয়ে কান্না করে উক্ত ঘটনার বিষয়ে জানায়। পরবর্তিতে ভিকটিমের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা রুজু করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।