ভাঙ্গায় পৃথক দুইটি ডাকাতি মামলায় চারজন আসামি গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ মোঃ রিপন শেখ।। ভাঙ্গায় আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে সংগঠিত পৃথক দুটি ডাকাতি মামলায় চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেট কার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ভাগা থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৩০ মে রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লুকদী গ্রামের ইনাত শেখের বাড়িতে সংঘটিত ডাকাতির মামলায় রবিবার (৬ জুলাই ) রাত সাড়ে দশটার দিকে শহিদুল ওরফে শহীদ শেখ( ৪৫) কে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরবাহারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্য মোতাবেক ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পার্থ রায় (৪২ )কে ময়েনদিয়া বাজার থেকে ওই রাতেই গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। অন্যদিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এক প্রবাসীর বাড়িতে গত রবিবার (৬ জুলাই) তারিখে সংঘটিত একটি ডাকাতি মামলায় মুক্তার হুসাইন মোকা (৪৫ ) নামক এক ব্যক্তিকে সোমবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙ্গাল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্য মোতাবেক ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।এবং পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে। ঐদিন রাত সাড়ে ৪ টার দিকে মাদারীপুরের শিবচর থেকে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কিবরিয়া (৩৫ ) কে একই অভিযোগে গ্রেফতার করে ভাঙ্গা থানা পুলিশ । ভাংগা থানার ওসি মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, পৃথক দুটি ডাকাতি মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।তাদেরকে মঙ্গলবার(৮ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: