সিংগাইরে পানিতে ডুবে এক স্কুলছাত্রী মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

রিপন মিয়া।।

মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১০জুলাই)
সাড়ে ৫ টার দিকে উপজেলার পৌরএলাকার চর আজিমপুর গ্রামে।
নিহতের নাম আনিফা আক্তার(৭) সে ওই গ্রামের তৈয়ব আলীর স্কুল পড়ুয়া মেয়ে। সে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, উপজেলার চর আজিমপুর এলাকায় বৃহস্পতিবার  বিকেল ৫ টার দিকে পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ির পিছনে
পরিত্যক্ত ডোবার পানিতে খেলতে যায় আনিফা আক্তার। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তাকেঅনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পিছনে ডোবায় লাশ ভাসতে দেখে লাশ উদ্ধার করা হয়। এঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, এ ঘটনা শুনে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।