সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১শ ২০ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। সুন্দরবন খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন ও হড্ডা বন টহল ফাঁড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১ শ ২০ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে। রবিবার ( ২০ জুলাই ) সকাল ৮ টার দিকে শিবসার বাওনের এক নম্বর খাল এলাকায় অভিযান চালিয়ে এই হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: