শ্যামনগর থানা পুলিশের অভিযানে অন্তঃ জেলার ভ্যান চোর চক্রের ০৪ সদস্য গ্রেফতার, ০২ টি ইঞ্জিন ভ্যান ও ০৮ টি ব্যাটারী উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মো: মুকিত হাসান খাঁন, এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব শেখ ইমরান হোসেন ,বিপিএম, পিপিএম স্যারের সহযোগিতায়, জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে শ্যামনগর থানার এসআই(নি:)/আ: আব্দুর রহিম, এসআই(নিঃ) মো: মিজানুর রহমান, এএসআই(নি:) মো: মাহাবুবুর রহমান শ্যমনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং ৩০/০৭/২৫ খ্রি. সকাল ০৮.১০ ঘটিকার আসামী ১। মোঃ আঃ সবুর গাজী(৩৫), পিতা-মৃত হামিদ গাজী, সাং-রমজাননগর, ২। মোঃ জুলফিকার আলী গাজী(২৫), পিতা-মোঃ ফজর আলী গাজী, সাং-রমজাননগর, ৩। মোঃ আবু সাইদ(৩০), ৪। মোঃ তুহিন হাসান(২৮), উভয় পিতা-মৃত আব্দুল্লাহ গাইন, সাং-জাহাজঘাটা, সর্ব থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদেরকে ০২ (দুই) টি ইঞ্জিন ভ্যান ও ০৮ টি ব্যাটারী সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে অত্র থানায় মামলা নং- ৫২, তারখি- ৩০ জুলাই, ২০২৫; জি আর নং-২৩৯, তারখি- ৩০ জুলাই, ২০২৫; ধারা-৩৭৯/৪১৩ পেনেল কোড, ১৮৬০; এর নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মোঃ আরিফুজ্জামান আরিফ ।। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: