নোয়াখালীতে চোরাই স্বর্ণালংকারসহ গ্রেফতার ২ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫ মোঃরিয়াজুল সোহাগ ।। নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারস্থ ফেনী টু নোয়াখালী আঞ্চলিক সড়কের মেসার্স আলাউদ্দিন ফিলিং ষ্টেশন এর সামনে থেকে ৩০ জুলাই দুপুরের সময় স্বর্ণালংকারসহ ০২জন স্বর্ণ নকল প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ, গ্রেফতার আসামিরা হলেন ১। মোঃ সাইফুল ইসলাম(৩২), পিতা-ইমান আলী, মাতা-সাজিয়া বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ইয়ারপুর (বটতলা, ওয়াসিল মোল্লা বাড়ী) , উপজেলা/থানা- সেনবাগ, জেলা –নোয়াখালী, ২। মোঃ মিলন হোসেন(৩২), পিতা-কিছমত আলী প্রঃ মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মিনারা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- দূর্গাপুর (স্বর্ণকার বাড়ি, ৬নং ওয়ার্ড, ১১নং দূর্গাপুর ইউপি) , উপজেলা/থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী পুলিশ সূত্রে জানা যায় ৩০জুলাই সন্দেহেজনক এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা তাহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাদেরকে তর্ল্লাশী করেন। তল্লাশী করাকালে তাহাদের হেফাজত হইতে ০১টি স্বর্ণের চেইনসহ মোট ৮ আনা ০৪ রত্তি ০৯ পয়েন্ট,যার মূল্য-৭৪,৯৯৩/-টাকা,উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা ও পলাতক আসামী মোঃ ফারুকসহ সোনাগাজী থানাধীন তাকিয়া বাজার থেকে কুটিরহাট বাজারের আগে একজন অজ্ঞাত মহিলার কাছ থেকে নকল স্বর্ণের বার দেখাইয়া জব্দকৃত স্বর্ণগুলো চুরি করিয়াছে মর্মে স্বীকার করে। তারা পেশাদার নকল স্বর্ণ প্রতারক চক্র, তারা এই জনপদে দীর্ঘদিন ধরে সহজ-সরল মহিলাদের টার্গেট করে নকল স্বর্ণের বার দেখিয়ে কৌশলে আসল স্বর্ণ চুরি করে বলে স্বীকার করে। দাগন ভূঁইয়া থানায় তাদের বিরুদ্ধে নকল স্বর্ণ প্রতারণার মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দুই মাসের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মিলন হোসেন বেগমগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান জানিয়েছেন এ চক্রটি দীর্ঘ দিন যাবত চোরাই স্বর্ণালংকার ও স্বর্ণ নকল ব্যবসা করছে, উদ্ধারের ঘটনায তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা হয়ছে এবং ৩১জুলাই আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: