শিবগঞ্জে মামা ভাগ্নেসহ চেয়ারম্যান পদে চার প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

মোঃ তাজুল।শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর অনলাইনের মাধ্যমে জমা প্রদান। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বগুড়া ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ।

গত ১৯ এপ্রিল তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে তফশীল ঘোষণা হওয়ার পর ২০ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে মনোনয়ন পত্র জমা প্রদান শুরু হয়। ২ মে বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা মনোয়ন পত্র জমা প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা,
জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয় এবং ফাতেমা বেগম নামে এক নারী।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন আব্দুল বারী, আরিফ প্রাং, আব্দুল্লাহে শাফী, শাহ নেওয়াজ বিপুল ও শ্রী গনেশ প্রসাদ কানু এবং মহিলা ভাই চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগ মহিলা সম্পাদিকা জান্নাতি আক্তার টুম্পা, ববিতা ফেরদৌসী, শাহানা খাতুন, তানজিলা আক্তার পপি ও রুলি বিবি।