পঞ্চগড়ের তিন উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

মোঃ জাহাঙ্গীর আলম।পঞ্চগড়ের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন প্রার্থীরা প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে ভোট গণনা শেষে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক-এর বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঘোষনাকৃত ফলাফল থেকে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এ এস মো. শাহনেওয়াজ প্রধান (শুভ)। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯৯৮ ভোট। তিনি পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক। এছাড়াও তিনি পঞ্চগড়-১ আসনের সাবেক সফল সংসদ সদস্য জনাব মোজাহারুল হক প্রধান এর ছেলে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৩৮৭ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ২৩ দশমিক ১৩ শতাংশ।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব নিজাম উদ্দিন খান। তিনি একজন সফল ব্যবসায়ী। তাঁর রাজনৈতিক কোন পরিচয় নেই। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার দেবনগর ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া মোঃ মুক্তারুল হক পেয়েছেন ১১ হাজার ৮৬৫ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৬৬ দশমিক ১৮ শতাংশ।

এদিকে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আনিসুর রহমান। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। ।তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম পেয়েছেন ২৫ হাজার ৮৮৭ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ।