পাবনায় প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে ক্যাট শো দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২৪ আব্দুল্লাহ আল মামুন।বিড়াল প্রেমীদের জন্য আসছে মহা আনন্দময় অনুষ্ঠান।Pabna Cat Society Of Bangladesh, Pabna vet and pet Care এবং Pabna Foster Care এর যৌথ প্রযোজনায় আয়োজিত হচ্ছে এক অসাধারণ বিড়াল প্রদর্শনী। আগামী ১৯ জুন (রবিবার) নুরজাহান কমিউনিটি সেন্টার, মেরিল বাইপাসে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত। প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাকে সবার সামনে তুলে ধরার সুযোগ এর পাশাপাশি থাকছে রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তার দ্বারা ফ্রি হেলথ চেকাপ এবং কৃমিনাশক করানো। যে দুইটি বিভাগে প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারবে তাহলো,যেমন খুশি তেমন সাজো এবং প্লেফুল বিড়াল। প্রতিযোগিতার নিয়মাবলীর মধ্যে রয়েছে, প্রতিযোগীদের অবশ্যই তাদের বিড়ালকে প্রদর্শনীর স্থলে ১০ টার মধ্যে উপস্থিত থাকতে হবে। প্রতিযোগীদের অবশ্যই তাদের বিড়ালকে প্রদর্শনীর জন্য রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট টোকেন নিয়ে অংশগ্রহণ করতে হবে।ইভেন্টের কার্যক্রমে রয়েছে,রেজিস্টার্ড ভেট এর তরফ থেকে ফ্রি হেলথ চেকআপ,নাস্তা,পরিচিতি পর্ব, ফটোশুট, দুপুরের খাবার,প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী। সকল অংশগ্রহণকারী বিড়াল প্রেমীদের জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবার এর ব্যবস্থার পাশাপাশি প্রথম ৩ বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরষ্কার। নিবন্ধন করতে পূরণ করুক নিম্নোক্ত লিংক: [ https://forms.gle/1HvVwcogHhmG5ofX6 ] রেজিষ্ট্রেশন ফি ৩০০ টাকা। বিকাশ অথবা নগদে টাকা পাঠাতে পারেন। বিকাশ – 01795707191 নগদ – 01795707191 নিবন্ধনের শেষ তারিখ ৩১ মে রাত ১২ টা পর্যন্ত। SHARES জেলা/উপজেলা বিষয়: